হলি কোরআন প্রি-ক্যাডেট মাদরাসা


একনজরে হলি কোরআন প্রি-ক্যাডেট মাদরাসা

অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা

 

প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংলিশ ভার্সনে সম্পূর্ন স্কুল সিলেবাসে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হয়. আরবি বিভাগে যত্ন সহকারে ভালো মানের কারিদের দ্বারা পড়ানো হয়. হাতের লেখার জন্য বিশেষ যত্ন নেয়া হয়. চিত্রাঙ্কন, স্পোকেন ইংলিশ ও সাংস্কৃতিক ক্লাসের প্রতি রয়েছে বিশেষ গুরুত্ব ও বিশেষ ক্লাস

 

আপনার সন্তানের সুশিক্ষায় আমরা বদ্ধপরিকর

• আল্লাহর খাটি বান্দা ও রাসূল (সাঃ) এর আদর্শ উম্মত হওয়ার লক্ষে
• আরবি ও জেনারেল উভয় শিক্ষায় যোগ্যতা অর্জন
• সম্পূর্ণ স্কুল সিলেবাস
• সমাপনী পরিক্ষার ব্যবস্থা
• বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান
• কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশ
• প্রতি সপ্তাহ/মাসে অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট
• কম্পিউটার শিক্ষা
• ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্নকরন
• কালচারাল ক্লাস (কবিতা, হামদ, নাত, বক্তৃতা, ক্বেরাত ইত্যাদি)
• অভিভাবকদের সাথে পরামর্শ সভা
• সি.সি ক্যামেরা সমৃদ্ধ ক্লাশরুম
• দৈনিক শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা

 

Previous Post Next Post